সজীব গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ গ্রেফতার ৮: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ১৮:২১, ১০ জুলাই ২০২১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । ছবি- সংগৃহীত
নারায়ণগঞ্জের জুস উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে ভস্মীভূত রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজের জুস কারখানা পরিদর্শন করে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। নির্মাণ ত্রুটি ও শ্রমিক পরিচালনার ত্রুটি আছে কিনা এগুলো তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর সব কিছু জানানো হবে।
তিনি বলেন, এরই মধ্যে তদন্ত টিম গঠন করা হয়েছে। কেউ যদি সামান্যতম এই ঘটনায় ভুলভ্রান্তি করে থাকে তাহলে আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। আহতদের সুচিকিৎসা এবং নিহতের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে, শনিবার দুপুরে ৫২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করে পুলিশ। মামলায় ফায়ার সেফটি না থাকা, ভবন নির্মাণে ত্রুটি, ভবনে ওঠানামার জন্য সিঁড়ি কম থাকা, চারতলার কলাপসিবল গেট ঘটনার সময় আটকে রাখাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হাসেম, আবুল হাসেমের চার ছেলে সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাসিব বিন হাসেম (সজিব), পরিচালক তারেক ইব্রাহীম (সতেজ), পরিচালক তাওসিফ ইব্রাহীম (শীতল), পরিচালক তানজিম ইব্রাহীম; প্রধান নির্বাহী কর্মকর্তা শাহান শাহ আজাদ, ব্যবস্থাপক মামুনুর রশিদ, অ্যাডমিন সালাউদ্দিনকে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে।
বঙ্গবাণীডটকম/এমএস
- নেশার টাকা দেননি বলে নিজের মাকে গলা কেটে হত্যা
- করোনায় মারা গেলেন ফরিদপুরের বিশিষ্ট সাংবাদিক তারাপদ স্যার
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইলিয়াস আহম্মেদ পাল মারা গেছেন
- সালথা তান্ডবের এক বছর
ওসির বিরুদ্ধে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ - ফরিদপুর সদরে ১১ টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে
- বেড়িবাধ থেকে অটোচালকের দগ্ধ লাশ উদ্ধার
- ধর্ষনে অন্তঃসত্তা কাজের বুয়া, ধরে বিয়ে পড়িয়ে দিলেন এলাকাবাসী
- ফরিদপুর পৌর নির্বাচনে পুনরায় ভোট গ্রহণের দাবি নায়াব ইউসুফের
- ফরিদপুরে ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ
- এসকাভেটর উল্টে পড়লো বিদ্যুতের খুটির ওপর
- চরভদ্রাসনে নিজ বাড়ি থেকে চেয়ারম্যানের ভাইয়ের লাশ উদ্ধার
- ট্রেনের নিচে ঝাঁপ দিলো প্রেমিক জুটি
- সমবায় অফিসার বিরাজ কুন্ডের বিরুদ্ধে উৎকোচ গ্রহনসহ নানান অভিযোগ
- পরকীয়ার টানে ২ সন্তান রেখে পালালেন মহিলা মেম্বার
- সেই বিতর্কিত ওসি আশিকুজ্জামানের বদলি